‘নির্বাক শব্দেরা মুখরিত হোক মুক্তির আলোয় আলোয়’ প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশনের (ডুমা)-এর আয়োজনে ২য় আন্তর্জাতিক মূকাভিনয় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল ৮ এপ্রিল ২০১৮ রবিবার ছাত্র-শিক্ষক কেন্দ্র প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। উৎসবের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মূকাভিনয় প্রদর্শন করেন আয়োজক সংগঠন ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন, আমেরিকান নিউ মাইম থিয়েটারের ডিরেক্টর কাজী মশহুরুল হুদা, ভারতের সোমা মাইম থিয়েটার, জার্মানির নিমো মাইম, রংপুরের মিরর মাইম থিয়েটার এবং জাপানের শিল্পীদ্বয়।
তিন দিনের আয়োজনে থাকছে মূকাভিনয়ের ওপর কর্মশালা, সেমিনার, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে মূকাভিনয় প্রতিযোগিতা ও পোস্টার প্রদর্শনী।
বর্ণাঢ্য এ উৎসবে অংশ নিচ্ছে জাপান, আমেরিকা, ইরান, জার্মানি, নেপাল ও ভারতের দল। এ ছাড়াও অংশ নেবে বাংলাদেশে মূকাভিনয় চর্চারত ১৫টি দল। বাংলাদেশের দলগুলোর মধ্যে রয়েছে- স্বপ্নদল [ঢাকা], প্যান্টোমাইম মুভমেন্ট [চট্টগ্রাম], মুক্তমঞ্চ নির্বাক দল [গাজীপুর], রঙ্গন মাইম একাডেমি [জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়], মাইম আর্ট [ঢাকা], বেঙ্গল থিয়েটার [ঢাকা], সাইলেন্ট থিয়েটার [চট্টগ্রাম], মিরর মাইম থিয়েটার [রংপুর], বরিশাল বিএম কলেজ, কিশোরগঞ্জ মাইম থিয়েটার, ব্ল্যাক ফেম থিয়েটার [ঢাকা], মাইম অ্যাকশন কক্সবাজার, জগন্নাথ ইউনিভার্সিটি মাইম সোসাইটি।
এ উৎসব চলবে আগামীকাল ১০ এপ্রিল ২০১৮ পর্যন্ত। প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে থাকবে উৎসবের মূল আয়োজন। এ ছাড়াও সকাল ১০টা ও বিকেল ৪টায় শহিদ মিনার, কার্জন হল, কলাভবন, শাহবাগসহ ক্যাম্পাসজুড়েই থাকবে রোড শো।
--------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
‘নির্বাক শব্দেরা মুখরিত হোক মুক্তির আলোয় আলোয়’ প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশনের (ডুমা)-এর আয়োজনে ২য় আন্তর্জাতিক মূকাভিনয় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল ৮ এপ্রিল ২০১৮ রবিবার ছাত্র-শিক্ষক কেন্দ্র প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। উৎসবের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। (ছবি : ঢাবি জনসংযোগ)
ঢাবি প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আনোয়ারা বেগমের মৃত্যুতে উপাচার্যের শোক22/04/2018 Read more... |
2 DU students awarded Shahid Ronoda Prasad Roy Academic Excellence Award22/04/2018 Read more... |
ঢাবি রসায়ন বিভাগের ‘Strategy to Improve Food Safety in Bangladesh’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত21/04/2018 Read more... |
ঢাবি সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল এবং ফাইন্যান্স কমিটিতে শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত19/04/2018 Read more... |
মুজিবনগর সরকার বাংলাদেশের প্রথম সরকার বঙ্গবন্ধু দেশের প্রথম রাষ্ট্রপতি: ঢাবি উপাচার্য18/04/2018 Read more... |
ঢাবি আন্তঃহল সাঁতার প্রতিযোগিতায় ছাত্র বিভাগে অমর একুশে হল এবং ছাত্রী বিভাগে শামসুন নাহার হল চ্যাম্পিয়ন18/04/2018 Read more... |
শিক্ষা হবে জ্ঞান ভিত্তিক, ফলাফল নির্ভর নয় : ঢাবি উপাচার্য17/04/2018 Read more... |